লকডাউনে স্টেশনে স্টেশনে ঘুরে গরিব মানুষদের হাতে চাল-ডাল তুলে দিলেন ওঁরা

করোনা মোকাবিলায় গোটা দেশের মতো আমাদের শহর কলকাতাতেও লকডাউন জারি হয়েছে। যায় দরুণ একটি নির্দিষ্ট সময়ে বাজারহাট নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করা ছাড়া বাড়ির বাইরে মানুষদের বেরোনো একেবারেই নিষেধ।

কিন্তু অপরদিকে যে সমস্ত মানুষ রুটি রুজির সন্ধানে দিন আনি দিন খাই অবস্থা, বিশেষ করে মজদুর শ্রেণী অর্থাৎ দিনমজুর, তাঁদের এই মুহূর্তে কোনও রোজগার নেই। অর্থের সংস্থান না থাকায় তাদের কাছে এই মুহূর্তে খাদ্যের যোগানও একপ্রকার নেই বললেই চলে।

এরকমই কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে আজ, শুক্রবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ঢাকুরিয়া-যাদবপুর রেল স্টেশন সংলগ্ন অঞ্চলে এসেছিল কিছু সহৃদয় মহিলা। তাঁদের ব্যক্তিগত চাল-ডাল-আলু ইত্যাদি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী অসহায় মানুষদের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির গড়েন।

Previous articleসংক্রমণ রুখতে আজব নিদান মানকুণ্ডুর বাসিন্দাদের
Next articleভয়াবহ! ২৪ ঘণ্টায় স্পেনে করোনার বলি ৭৬৯, দেশে মৃত্যুসংখ্যা হল ৪৮৫৮