করোনা যুদ্ধে লকডাউন, দমবন্ধ পরিস্থিতি থেকে মনকে সজেজ রাখতে শুনুন সাগ্নিকের গান

করোনা আপডেট :২৮ মার্চ, রাত ১০টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কারণ, এই মারণ ভাইরাস থেকে মানব সভ্যতাতাকে রক্ষা করতে এটাই আমাদের সকলের কাছে একমাত্র হাতিয়ার। কোভিড-১৯ নামক এই নরখাদক ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে আমাকে, আপনাকে কিছুদিন গৃহবন্দি থাকতেই হবে। যা সত্যি আমাদের প্রত্যেকের কাছে খুব কঠিন একটা কাজ।

কিন্তু এটা করতেই হবে। জানি, এই বন্দিদশা দমবন্ধ করা পরিস্থিতির মতোই। মেজাজ খিটখিটে করে দিচ্ছে। তবে চিন্তা করবেন না। লকডাউন। করোনাযুদ্ধ। তার ফাঁকেই সাগ্নিকের গান, সঙ্গে অনুভা। একবার শুনেই ফেলুন, দেখবেন দমবন্ধ করা পরিস্থিতি নিমেষে উবে গেছে।

তাই ঘরে থেকে একটু মনটাকে ভালো রাখতে সতেজ রাখতেগান শুনুন। সাগ্নিকের মন ভালো করা গান…

Previous articleএবার ব্রাত্য হোক অনুরোধ, কণাদ দাশগুপ্তর কলম
Next articleদেশবাসীকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ টেস্ট কিট বানিয়েছিলেন অন্তঃসত্ত্বা ভাইরোলজিস্ট