বাড়ি-গাড়ি ঋণে সুদ কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের পথেই হাঁটল এসবিআই। 75 বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। গতকালই রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর সিধান্ত নেয়। তারপরেই ব্যাঙ্ক ঋণে সুদ কমার সম্ভাবনা তৈরি হয়েছিল। দেখার বিষয় অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কগুলি কোন পদক্ষেপ নেয়।
