শেষপর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা মোকাবিলার প্রচেষ্টার প্রশংসা করতে কার্যত বাধ্যই হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাতে প্রশংসা করা ছাড়া দ্বিতীয় কোনও পথ ছিল না রাজ্যপালের। করোনা মোকাবিলায় রাজনীতির উর্ধ্বে উঠে লড়াই চালানোর আহ্বানও জানালেন রাজ্যপাল।

রবিবার তিনি টুইটে লেখেন, ‘রাজ্য এবং কেন্দ্র যেভাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ তৈরি করেছেন। রাজ্যকে ১০ হাজার করোনা পরীক্ষার সামগ্রী পাঠিয়েছে কেন্দ্র। রাজনৈতিক উর্ধ্বে উঠে লড়াই করতে হবে।’
