১০ হাজার পেরিয়ে গেল ইতালিতে করোনার মৃত্যুমিছিল

করোনাভাইরাসের বিষয়ে শুরুতে গুরুত্ব না দিয়ে গা-ছাড়া মনোভাব দেখানোর চরম খেসারত এখন রোজ দিতে হচ্ছে ইতালিকে। প্রথমদিকে যথাযথ গুরুত্ব না দিয়ে পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার মুখে তড়িঘড়ি অনির্দিষ্টকালীন লকডাউন জারি করে সেদেশের সরকার। কিন্তু করোনাভাইরাসের ভয়ঙ্কর দ্রুত সংক্রমণের ক্ষতি তার মধ্যেই যা হওয়ার হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের তৃতীয় পর্যায় অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যাওয়ার পর লকডাউন হওয়ায় তার বিশেষ সুফল দেখা যাচ্ছেনা। ঠেকানো যাচ্ছে না করোনার মৃত্যুমিছিল। রবিবার পর্যন্ত করোনায় মৃত্যুসংখ্যা ১০ হাজার পার হয়ে গিয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু-পরিসংখ্যানে প্রথম স্থানে ইতালি। দেশের সর্বত্রই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সংক্রমণে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। ভ্যাটিকান সিটির শূন্য প্রার্থনাসভা থেকে পোপের আর্জি, এই ভয়ঙ্কর দুঃসময়ে নিজেদের মনোবল ও মানসিক একতা বাড়াতে হবে।

Previous articleযথেষ্ট নয় ২১ দিনের লকডাউন, মত গবেষকদের
Next articleআমি শিল্পী নই আমি প্রপাগাণ্ডিস্ট, নিজের সম্পর্কে এমনটাই বলেছিলেন উৎপল বাবু, জন্মদিনে উৎপল চর্চা