আমি শিল্পী নই আমি প্রপাগাণ্ডিস্ট, নিজের সম্পর্কে এমনটাই বলেছিলেন উৎপল বাবু, জন্মদিনে উৎপল চর্চা

মেয়ে বিষ্ণুপ্রিয়া কে বলতেন, ৬০ বছর বয়স হয়ে গেলে বিপ্লবী আর বিপ্লবী থাকেন না। প্রতিক্রিয়াশীল হয়ে যান। উৎপল রঞ্জন দত্ত ছিলেন বাংলা নাট্য জগতের প্রথম এবং প্রধান প্রাণপুরুষ। ১৯২৯ সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন উৎপল দত্ত।১৯৪৫ সালে কলকাতায় পাকাপাকিভাবে চলে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে ,লেখাপড়ার সঙ্গে সঙ্গে নাট্যচর্চায় নিজেকে জড়িয়ে নেন তিনি।শুরু থেকেই মার্কসীয় বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। ১৯৪৭ সালে ‘দ্য অ্যামেচার শেক্সপেরীয়ানস’ নামে প্রথম নাট্যগোষ্ঠী তৈরি করেন। পরে নিজের নাট্য গ্রুপের নাম বদলে রাখেন লিটিল থিয়েটার গ্রুপ। উৎপল দত্তর বাম চিন্তাভাবনা তখন সমস্যায় ফেলে দিয়েছিল প্রশাসনকে। তার অভিনয়, তার নাট্য রচনা বিভিন্ন সময়ে লাল চোখ দেখেছিল প্রশাসনের। উৎপল দত্তের অন্যতম সৃষ্টি জপেনদা। জপেনদা জপেন যা’ গ্রন্থের মুখ্য চরিত্র জপেনদা এক ব্যতিক্রমী চরিত্র, যাঁকে বলাই যায় উৎপল দত্তের অলটার ইগো। আসলে সিস্টেমের বিরুদ্ধে কিছু বলতে গেলেই আঘাত পাওয়ার ভয় ছিল। তাই জপেনদার সৃষ্টি।
‘ আমি শিল্পী নই। নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে। তবে আমি মনে করি আমি প্রপাগান্ডিস্ট। এটাই আমার মূল পরিচয়।’নিজের সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন কিংবদন্তি বাঙালি নাট্যকার, অভিনেতা ও পরিচালক উৎপল দত্ত। অভিনয় দক্ষতায় তিনি ছাপিয়ে গিয়েছিলেন সমকালীন সীমানা।সত্যজিৎ রায় বলেছিলেন , “উৎপল বাবু রাজি না হলে আমি আগন্তুক সিনেমাটি তৈরি করতাম না।” অসামান্য অভিনয় দক্ষতায় তিনি বিভিন্ন পুরস্কার জেতার সাথে সাথে জিতে নিয়েছিল অসংখ্য দর্শকের হৃদয় । ২৯ মার্চ মহান নাট্যাভিনেতা তথা চলচ্চিত্র জগতের আইকন উৎপল দত্তের জন্মদিন।

Previous article১০ হাজার পেরিয়ে গেল ইতালিতে করোনার মৃত্যুমিছিল
Next article২০ কেজি চাল-৭ কেজি মাংসে রাস্তার ৫০০ কুকুরের ক্ষুধা মেটালো ৩ পশুপ্রেমী