ওয়ার্ক ফ্রম হোম, জিও-বিএসএনএল-এয়ারটেলের প্ল্যান দেখে নিন

এখন ওয়ার্ক ফ্রম হোমের সময়। তাই জিও আর বিএসএনএল এই স্বল্প সময়ের জন্য নিয়ে এলো নয়া প্ল্যান।

জিও এনেছে ২৫১ টাকার প্ল্যান। যার বৈধতা ৫১দিনের। প্রতিদিন ২জিবি করে ডেটা মিলবে। তবে থাকবে না কলিং বা এসএমএসের সুবিধা।
আবার ৪জি ডেটা ভাউচারে ডেটার পরিমাণ দ্বিগুন হয়েছে।
১১টাকার ডেটা ভাউচারে মিলবে ৮০০ এমবি ডেটা।
২১টাকার ডেটা ভাউচারে মিলবে ২জিবি ডেটা ও ২০০টি লাইভ এফইউপি মিনিট।
৫১টাকার ডেটা ভাউচারে মিলবে ৬জিবি ডেটা ও ৫০০টি লাইভ এফইউপি মিনিট।
১০১টাকার ডেটা ভাউচারে মিলবে ১২জিবি ডেটা ও ১০০০টি লাইভ এফইউপি মিনিট।

অন্যদিকে বিএসএনএলের নয়া প্ল্যান। যাদের ল্যান্ড লাইন কানেকশন আছে, তাঁরা বিনামূল্যে এই প্ল্যান পেতে পারেন। ১০ এবিপিএস স্পিডে গ্রাহকরা ৫জিবি দৈনিক ডেটা পাবেন। নির্ধারিত ডেটা শেষ হলে ১এমবিপিএস স্পিড পাবেন। এয়ারটেল এক্সট্রিম ফাইবারও এই প্ল্যান ঘোষণা করেছে।

Previous articleলকডাউনের আদর্শ বাজার: বাংলার কৃষকদের হাতে তৈরি শাক-সবজি, মাছ-মাংস
Next articleলকডাউন ভেঙে হেঁটে বাড়ি? বাধ্যতামূলক কোয়ারেন্টাইন