লকডাউন ভেঙে হেঁটে বাড়ি? বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

ফাইল চিত্র

লকডাউনকে উপেক্ষা এক রাজ্য থেকে অন্য রাজ্যে হেঁটেই ফিরছে বহু পরিযায়ী শ্রমিক। এদের নিয়েই রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। এইসব শ্রমিকদের বাধ্যতামূলকভাবে সরকারি কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশ দিল কেন্দ্র। কম করে তাদের ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইতিমধ্যে কেন্দ্র এই সব পরিযায়ী শ্রমিকরা যে সব সংস্থায় কাজ করতেন, তাদের কর্ণধারদের কেন্দ্র অনুরোধ করেছে অন্য কোথাও নয়, কর্মস্থলের কাছাকাছি ওদের রাখুন, খাবার ব্যবস্থাও করুন। এই সময় শ্রমিকদের পাশে দাঁড়াতে ডাক দিয়েছে সরকার। নইলে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।

Previous articleওয়ার্ক ফ্রম হোম, জিও-বিএসএনএল-এয়ারটেলের প্ল্যান দেখে নিন
Next articleখোলা হোক মদের দোকান, ঋষি উবাচে ঝড় নেট দুনিয়ায়