নিজে বাঁচুন, অপরকে বাঁচান: সুপারম্যান হতে লকডাউনে ঘরে থাকার বার্তা পুলিশ কমিশনারের

আপনি কি সুপারম্যান হতে চান? তাহলে নিজে বাঁচুন, অপরকে বাঁচান। আর তার জন্য একটাই কাজ করতে হবে আপনাকে। গৃহবন্দি থেকে দেশকে রক্ষা করুন। তাহলেই আপনি হয়ে যাবেন সুপারম্যান। এবার এমনই বার্তা দিলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা।

গোটা বিশ্ব ও দেশের মতো কলকাতা তথা বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে শহরবাসীকে সচেতন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।

নিজের টুইটার হ্যান্ডেলে জনপ্রিয় কমিকস চরিত্র “সুপারম্যান”-এর একটি ছবি পোস্ট করে মানুষকে এই লকডাউন নিয়ে সচেতন করেছেন কলকাতার নগরপাল। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সুপারম্যান একটি ঘরে বসে খবরের কাগজ পড়ছে। আর এক মহিলা তাঁকে প্রশ্ন করছেন, “তুমি কি করোনাভাইরাসকে ঠেকাতে কিছু করবে না?” উত্তরে সুপারম্যানের জবাব, “আমি তাই করছি।”

অৰ্থাৎ সুপারম্যান বোঝাতে চাইলেন, মারণ করোনাভাইরাসকে ঠেকাতে, তাঁর কাছেও একটাই উপায়, বাড়িতে থাকা। তাই সুপারম্যান নিজেও বাড়ি থেকে বেরোচ্ছে না।
মানুষকে করোনার সংক্রমণের হাত থেকে বাঁচাতে হলে লকডাউনে বাড়িতেই থাকাটাই বুদ্ধিমানের কাজ।

Previous articleসরকারি নির্দেশকে অমান্য, লকডাউনেও জমায়েত কোচবিহারে
Next articleযথেষ্ট নয় ২১ দিনের লকডাউন, মত গবেষকদের