স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে প্রয়োজনে গ্রেফতার

করোনা আপডেট :৩০ মার্চ, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৪১,৯০৭, মৃত ৩৫,৩৩৭। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ৩০। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

স্বাস্থ্যকর্মীদের অনেক জায়গায় বাড়িতে ঢুকতে না দেওয়া, অপমান করা, সংস্পর্শে আসতে না দেওয়া বা ভাড়া বাড়িতে থাকলে বাড়ি ছাড়তে বলা নিয়ে অভিযোগ বহু জায়গায়। এদিন নবান্নে লক ডাউনের সময়সীমা বৃদ্ধি ও যুদ্ধকালীন ব্যবস্থা দেওয়া নিয়ে বৈঠকে সে প্রসঙ্গ উত্থাপন করলে মুখ্যমন্ত্রী বলেন, একদম এ জিনিস বরদাস্ত করা হবে না। মুখ্যসচিবকে বলেন, এমন কোনও খবর এলে প্রয়োজনে গ্রেফতার করুন। আমার ডাক্তার, নার্সরা সামনে দাঁড়িয়ে লড়বে, আর এসব জিনিস ঘটবে তা হতে দেওয়া যাবে না।

 

Previous articleভারতে এখন করোনার লোকাল ট্রান্সমিশন চলছে: কেন্দ্র
Next articleলকডাউনের জের: প্রিপেইড সার্ভিসের মেয়াদ বাড়ানোর নির্দেশ ট্রাই-এর