লকডাউনের জের: প্রিপেইড সার্ভিসের মেয়াদ বাড়ানোর নির্দেশ ট্রাই-এর

করোনা আপডেট :৩০ মার্চ, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৪১,৯০৭, মৃত ৩৫,৩৩৭। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ৩০। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

লকডাউন চলাকালীন প্রিপেইড গ্রাহকরা যাতে নিরবিচ্ছিন্ন পরিষেবা পান, তা নিশ্চিত করতে বলেছে ট্রাই। টেলিযোগাযোগ অপারেটরদের ট্রাই নির্দেশ দিয়েছে, যেসব গ্রাহকরা প্রিপেড সার্ভিস ব্যবহার করেন তাদের প্ল্যানের মেয়াদ বাড়াতে হবে। পাশাপাশি ট্রাই জানিয়েছে, পর্যাপ্ত রিচার্জ ভাউচার রাখতে হবে টেলি অপারেটরদের।

ট্রাই জানিয়েছে, এই অবস্থায় যারা অফলাইন রিচার্জ করাতে চান বা প্রিপেড শুল্কের সাবস্ক্রিপশন বাড়াতে চান তারা অসুবিধার মুখে পড়তে পারে।

Previous articleস্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে প্রয়োজনে গ্রেফতার
Next articleনবান্ন থেকে রোজ বিকেলে করোনার আপ ডেট