দ্বিতীয় মৃত্যু : বিদেশ যাননি! বয়স ৫৩ নয় ৪৩!

রাজ্যে দ্বিতীয় মৃত্যু। এবার তুলনায় কম বয়সী। প্রথমে জানা গিয়েছিল মৃতার বয়স ৫৩। পরে জানা যায় ৪৪। অর্থাৎ কম বয়সী নয়, ষাটোর্ধ্বরাই আক্রান্ত হচ্ছেন, তাঁদের মৃত্যু হচ্ছে, সেই ধারণা ভেঙে দিল রাজ্যের দ্বিতীয় মৃত্যু।

বিস্ময়ের হলো মৃতা বিদেশ থেকে ফেরেন বলে খবর। যদিও একটি সূত্র বলছে তিনি বিদেশে যাননি। তিনি গত ৭মার্চ চেন্নাই যান। সঙ্গে ছিলেন মেয়ে। মেয়ের চিকিৎসার জন্যই গিয়েছিলেন। ১৬মার্চ তিনি কালিম্পংয়ে ফেরেন। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। যথার্থভাবেই রাজ্য স্বাস্থ্য দফতর যথার্থভাবেই মহিলার মেয়ে ও চিকিৎসায় থাকা ডাক্তারকেও পাঠিয়েছে হোম কোয়ারান্টাইনে। ইতিমধ্যে মহিলা বিমানে যে যাত্রীদের সঙ্গে ছিলেন, তাদের ৬জনকে চিহ্নিত করা গিয়েছে। এরা সকলেই সিকিমের বাসিন্দা। কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে তিন জনকে। তাদের হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

Previous articleমনে থাকবে স্যার, অবশ্যই মনে রাখা হবে
Next articleকরোনা মোকাবিলায় কেন লকডাউনের পথে হাঁটেনি জাপান?