Wednesday, August 27, 2025

করোনা সন্দেহভাজন মহিলার মৃত্যু, হাওড়ার হাসপাতালে সুপারের ঘরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

Date:

Share post:

সকালেই হাওড়া জেলা হাসপাতালে সালকিয়ার এক মাঝ বয়সী মহিলার মৃত্যু হয়েছে। জ্বর-সর্দি-কাশি নিয়ে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ টেস্টের জন্য তাঁর রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়। এর পরই ওই হাসপাতালের স্টাফদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়।

তাই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (PPE)-এর দাবিতে হাসপাতাল ঘেরাও করলেন নার্সরা। মঙ্গলবার প্রায় ৭৫ জন নার্স এবং স্বাস্থ্যকর্মী হাসপাতাল সুপার নারায়ন চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেশকিছু রোগী হাওড়া হাসপাতালে ভর্তি হলেও তাঁদের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৩০ টি বেড থাকা সত্ত্বেও সেখানে তাদের স্থানান্তরিত করা হচ্ছে না। এতে তাঁরা যথেষ্ট আতঙ্কিত।

তাঁদের আরও অভিযোগ, বাইরের রাজ্য থেকে এখানে রোগীকে সরাসরি ভর্তি করা হচ্ছে জেনারেল ওয়ার্ডে। কিন্তু গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার তাঁদেরকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হচ্ছে না। ফলে যে কোনও মুহূর্তে তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানান।

এর পাশাপাশি তাঁর জানিয়েছেন, অবিলম্বে হাসপাতাল সুপার যদি এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরা কাজ বন্ধের পথেই হাঁটবেন। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...