Friday, May 16, 2025

করোনা সন্দেহভাজন মহিলার মৃত্যু, হাওড়ার হাসপাতালে সুপারের ঘরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

Date:

Share post:

সকালেই হাওড়া জেলা হাসপাতালে সালকিয়ার এক মাঝ বয়সী মহিলার মৃত্যু হয়েছে। জ্বর-সর্দি-কাশি নিয়ে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ টেস্টের জন্য তাঁর রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়। এর পরই ওই হাসপাতালের স্টাফদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়।

তাই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (PPE)-এর দাবিতে হাসপাতাল ঘেরাও করলেন নার্সরা। মঙ্গলবার প্রায় ৭৫ জন নার্স এবং স্বাস্থ্যকর্মী হাসপাতাল সুপার নারায়ন চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেশকিছু রোগী হাওড়া হাসপাতালে ভর্তি হলেও তাঁদের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৩০ টি বেড থাকা সত্ত্বেও সেখানে তাদের স্থানান্তরিত করা হচ্ছে না। এতে তাঁরা যথেষ্ট আতঙ্কিত।

তাঁদের আরও অভিযোগ, বাইরের রাজ্য থেকে এখানে রোগীকে সরাসরি ভর্তি করা হচ্ছে জেনারেল ওয়ার্ডে। কিন্তু গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার তাঁদেরকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হচ্ছে না। ফলে যে কোনও মুহূর্তে তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানান।

এর পাশাপাশি তাঁর জানিয়েছেন, অবিলম্বে হাসপাতাল সুপার যদি এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরা কাজ বন্ধের পথেই হাঁটবেন। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...