Saturday, December 27, 2025

করোনা সন্দেহভাজন মহিলার মৃত্যু, হাওড়ার হাসপাতালে সুপারের ঘরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

Date:

Share post:

সকালেই হাওড়া জেলা হাসপাতালে সালকিয়ার এক মাঝ বয়সী মহিলার মৃত্যু হয়েছে। জ্বর-সর্দি-কাশি নিয়ে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ টেস্টের জন্য তাঁর রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়। এর পরই ওই হাসপাতালের স্টাফদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়।

তাই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (PPE)-এর দাবিতে হাসপাতাল ঘেরাও করলেন নার্সরা। মঙ্গলবার প্রায় ৭৫ জন নার্স এবং স্বাস্থ্যকর্মী হাসপাতাল সুপার নারায়ন চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেশকিছু রোগী হাওড়া হাসপাতালে ভর্তি হলেও তাঁদের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৩০ টি বেড থাকা সত্ত্বেও সেখানে তাদের স্থানান্তরিত করা হচ্ছে না। এতে তাঁরা যথেষ্ট আতঙ্কিত।

তাঁদের আরও অভিযোগ, বাইরের রাজ্য থেকে এখানে রোগীকে সরাসরি ভর্তি করা হচ্ছে জেনারেল ওয়ার্ডে। কিন্তু গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার তাঁদেরকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হচ্ছে না। ফলে যে কোনও মুহূর্তে তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানান।

এর পাশাপাশি তাঁর জানিয়েছেন, অবিলম্বে হাসপাতাল সুপার যদি এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরা কাজ বন্ধের পথেই হাঁটবেন। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে...

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...

সিরিজ জয়ের দিনেই হরমনপ্রীতের রেকর্ড, ধাক্কা কাটিয়ে রানে ফিরতে ব্যর্থ স্মৃতি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০  ম্যাচে ৮ উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে সিরিজও জিতে নিল ভারত। তবে...