উচ্চ মাধ্যমিক ও আইসিএসই ভুয়ো সূচি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, চরম বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

করোনার জেরে মাঝ পথেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক এবং আইসিএসই পরীক্ষা। কিন্তু হঠাৎই সেই স্থগিত হওয়া পরীক্ষার বাকি পেপারগুলির ভুয়ো সূচি হঠাৎ ভাইরাল হল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই ভুয়ো সূচি।

তার জেরে চরম বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা। তবে সংশ্লিষ্ট দুই বোর্ডের আধিকারিকরা জানিয়ে দিয়েছেন এমন কোনও সূচি প্রকাশ করা হয়নি। সরকারের সঙ্কেত ছাড়া এখনই নতুন সূচি প্রকাশ করা হবে না। সাংবাদিক বৈঠক করেই নতুন সূচি প্রকাশ হবে। ওই সূচি ভুয়ো বলে জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো শুরু হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৩, ২৫ এবং ২৭ মার্চের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। একইসঙ্গে স্থগিত হয় একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও। একইভাবে সিবিএসই’র দশম ও দ্বাদশ এবং আইসিএসই এবং আইএসসি পরীক্ষা স্থগিত করার নির্দেশিকা জারি করে কাউন্সিল।