BREAKING: ধাপায় হচ্ছে না করোনায় মৃতের শেষকৃত্য, নিয়ে যাওয়া হলো নিমতলায়

করোনা আপডেট :১ এপ্রিল, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৮,৮২,০৬৮, মৃত ৪৪,১৩৬। দেশ : আক্রান্ত ১৬৩৭, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৩৭, মৃত ৪।

করোনা সংক্রমণে মৃতদেহ আসতেই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ-প্রতিরোধ-প্রতিবাদ। আর তার জেরে কলকাতা পুরসভার ধাপা শ্মশানে হল না করোনা আক্রান্ত হয়ে মৃত বেলঘরিয়ার বাসিন্দার শেষকৃত্য।

আজ, বুধবার সন্ধ্যায় দেহ ধাপা শ্মশানে পৌঁছলে বাধা দেন স্থানীয়রা। তাঁদের দাবি, এখানে ওই ব্যক্তিকে দাহ হলে ভাইরাসে আক্রান্ত হবেন তাঁরাও। প্রশাসনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হলেও লাভ হয়নি। পরে মেয়র ফিরহাদ হাকিম জানান, দেহটি নিমতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সৎকার হবে।

প্রসঙ্গত, এর আগে রাজ্যে প্রথম করোনায় মৃত দমদমের প্রৌঢ়কে পর নিমতলা শ্মশানে দাহ করতে গেলে সেদিন রাতে স্থানীয়রা আটকে দেন। শুরু হয় ধুন্ধুমার। দীর্ঘ প্রায় ৩-৪ ঘন্টা তাঁর শেষকৃত্য হয়। তারপরেই করোনা আক্রান্তদের শেষকৃত্য ধাপার মাঠে হবে বলে সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। কিন্তু ধাপায় বাধা পেয়ে ফের সেই নিমতলাতেই নিয়ে যাওয়া হলো নয়াবাদের পৌঢ়কে।

Previous articleBREAKING: অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নয়াবাদের করোনা আক্রান্ত পৌঢ়
Next articleBREAKING: ৩ বছরের এক শিশু-সহ কালিম্পংয়ে মৃতার পরিবারের ৪ সদস্য করোনা আক্রান্ত