শুধু হাঁচি-কাশি নয়, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস থেকেও ছড়াতে পারে করোনা, সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞ

এতদিন শোনা যাচ্ছিল, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে নির্গত ড্রপলেট থেকেই করোনা সংক্রমণের আশঙ্কা। সেজন্য সোশ্যাল ডিসটেন্সিং, মাস্ক ব্যবহার এবং দুই ব্যক্তির মধ্যে অন্তত দু’মিটার বা ছ’ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছিল। কিন্তু এবার আরও উদ্বেগজনক সম্ভাবনার কথা শোনালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি স্টিফেন ফউসি। কিছুদিন আগে তিনিই হোয়াইট হাউসকে সাবধান করে বলেছিলেন, করোনার সংক্রমণে আমেরিকার প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। এরপর বাধ্য হয়ে ট্রাম্প প্রশাসন ৩০ এপ্রিল পর্যন্ত আমেরিকার বহু জায়গায় লকডাউন ঘোষণা করে।

কিন্তু এবার সেই ফউসি আরও একটি চমকপ্রদ তথ্য আনলেন দুনিয়ার সামনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. ফউসি শুক্রবার দাবি করেছেন, শুধু হাঁচি বা কাশি নয়, বরং আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস থেকেও ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। এমনকী, শুধু কথা বললেও ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে সব মানুষকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই মার্কিন বিজ্ঞানী। এ প্রসঙ্গে ট্রাম্পও বলেন, আর বাছাবাছি নয়, বাইরে বেরোলে সবাইকে মাস্ক পরতে হবে। এমনকী স্কার্ফ বেঁধে নিলেও অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Previous articleদুনিয়ার মাত্র ১৮টি দেশে এখনও ঢুকতে পারেনি করোনা
Next articleপরিযায়ী শ্রমিকদের বেতন নিয়ে আবেদন সুপ্রিম কোর্টে