লিলুয়া ওয়ার্কশপে ট্রেনের মধ্যে আইসোলেশন ওয়ার্ড

করোনার চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাত বাড়িয়ে দিয়েছে রেলমন্ত্রক। এবার হাওড়ার লিলুয়া ওয়ার্কশপে ট্রেনের মধ্যে তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। দূরপাল্লার ট্রেনের একটি কামরাকে পুরোপুরি আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হচ্ছে।

স্লিপার কোচের তিনটি বার্থের মধ্যে মাঝের বার্থটি তুলে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছে। লিলুয়া ওয়ার্কশপের এক কর্মী জানান, যেমন নির্দেশ এসেছে তেমনি করেই অত্যাধুনিক আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে ট্রেনগুলিতে।

Previous articleসেপ্টেম্বর পর্যন্ত চলবে লকডাউন, বলছে সমীক্ষা
Next articleশহরে আটকে থাকা মার্কিনিদের বিশেষ বিমানে ফেরানো হবে রবিবার