করোনার জেরে এবার স্টক এক্সচেঞ্জেও বদল সময়সূচি

করোনা আপডেট :৩ এপ্রিল, রাত ১২টা। বিশ্ব : আক্রান্ত ১০,৩৯ ,১৫৮, মৃত ৫৫,১৬৩। দেশ : আক্রান্ত ২৫৬৭ , মৃত ৭২। রাজ্য : আক্রান্ত ৩৮, মৃত ৩।

করোনার জেরে ব্যাপক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বদলাচ্ছে সময়সূচি। স্বাভাবিকভাবে স্টক এক্সচেঞ্জ খোলা হয় সকাল ৯.৩০টায়। বন্ধ হয় বিকেল ৩.৩০এ। কিন্তু করোনার জেরে এবার বদলাচ্ছে সময়, কার্যত বলা যায় কমছে সময়সূচি। এবার থেকে সকাল ৯.৩০ এর পরিবর্তে স্টক এক্সচেঞ্জ খুলবে সকাল ১০টায় এবং বিকেল ৩.৩০এর বদলে বেলা ২টায় বন্ধ করা হবে। করোনার জেরেই যে এই সময় কমানো হয়েছে তা নিশ্চিত ভাবেই বলা যায়।

Previous articleপথে কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন
Next articleছিঃ! স্বামী বিবেকানন্দকে কুৎসিত আক্রমণ, শাস্তির দাবি