এবার শুরু হবে গোটা দেশের ‘Rapid Antibody’ রক্ত পরীক্ষা, সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রকের

করোনা আপডেট :৫ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১২,১৮,১২৪। মৃত ৬৫,৮৪১। দেশ : আক্রান্ত ৩৫৮৮, মৃত ৯৯। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

দক্ষিণ কোরিয়ার পথ ধরে করোনা-যুদ্ধকে আরও শক্তপোক্ত করছে কেন্দ্র৷ এবার গোটা দেশের মানুষের করোনা পরীক্ষায় সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ‘Rapid Antibody’ রক্ত পরীক্ষা শুরু করছে স্বাস্থ্য মন্ত্রক৷ ২ফোঁটা রক্তেই এই পরীক্ষা করা যাবে৷ রিপোর্ট মিলবে কয়েক ঘন্টাতেই৷ ঠিক হয়েছে, প্রথমে ৫লাখ মানুষের এই পরীক্ষা হবে৷ তারপর ধাপে ধাপে ১৩০ কোটি দেশবাসীরই এই পরীক্ষা করা হবে৷ এই পরীক্ষায় একইসঙ্গে জানা যাবে ভাইরাসের সঙ্গে লড়তে ভারতবাসীর প্রতিরোধ ক্ষমতা কতখানি৷

Previous articleমুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, পুলিশের জালে যুবক
Next articleকরোনার বিরুদ্ধে অভিনব সচেতনতা কর্মসূচিতে জেএনরায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা