সস্তায় মাস্ক তৈরি করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এরই মধ্যে তীব্র সংকট মাস্ক ও স্যনিটাইজারের। রাজ্যে মাস্কের সংকটের কথা ভেবে এগিয়ে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। চাহিদা মেটাতে মাস্ক তৈরি করছেন প্রাক্তনী, বর্তমান পড়ুয়া, অধ্যাপক ও গবেষকদের একাংশ। বাজারের চলতি ব্যাগ, পুরোনো গামছা, কাপড়ের টুকরো ইত্যাদি দিয়ে সস্তায় মাস্ক তৈরি করছেন তাঁরা।

যাদবপুরের সেন্টার ফর অ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল টেকনোলজির অধ্যাপক ও গবেষকেরাই এই উদ্যোগ নিয়েছেন। গোটা কাজের তদারকির দায়িত্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক স্বর্ণেন্দু সেন। তবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অন্য বিভাগও।

Previous articleকরোনা সতর্কতা: এনআরএস-এর চিকিৎসক-নার্স সহ ৬৫জন কোয়ারেন্টাইনে
Next article“অ্যান্টি করোনা সন্দেশ”! মারণ ভাইরাস মোকাবিলায় অভিনব প্রয়াস হিন্দুস্তান সুইটসে