রোগী মৃত্যুর জের: বন্ধ এনআরএস -এর 2টি বিভাগ

চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী সহ ৬২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর পরে, এবার সিসিইউ এবং পুরুষ মেডিসিন বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। এই দুটি বিভাগে রোগী ভর্তি আপাতত বন্ধ রেখে জীবাণুমুক্ত করার কাজ করা হবে। জরুরি ভিত্তিতে ভিত্তিতে আনা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। এছাড়াও সর্দি-কাশি নিয়ে ভর্তি হলে প্রত্যেকের নভেল করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবারই এনআরএস-এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি কোভিড 19 আক্রান্ত ছিলেন। তবে অন্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁকে প্রথমে পুরুষ মেডিসিন বিভাগ ও পরে সিসিইউ-তে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয় ওই যুবকের। এরপর পরেই 65জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে 33 জনকে হোম কোয়ারেন্টাইন এবং বাকিদের রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Previous articleলিভারের সমস্যায় প্রাণ হারালেন হলদিরাম মালিক, শেষকৃত্য সিঙ্গাপুরে
Next articleলকডাউনে অনাহারে দিন কাটাচ্ছে গড়ের মাঠের ঘোড়ার দল