১৪ এপ্রিলের পর কি চালু হবে রেল পরিষেবা?

করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যার জেরে দেশজুড়ে বন্ধ রয়েছে রেল পরিষেবা। ১৪ এপ্রিল শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। এদিকে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।

কিন্তু ১৪ এপ্রিলের পর রেল পরিষেবা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। যদিও ট্রেন চালানোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেল। সরকার লকডাউন তুলে নেওয়ার ঘোষণা করলে তবেই এই সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছে ভারতীয় রেল।

শনিবার রেলমন্ত্রক টুইট করে জানিয়েছে, ট্রেন চলাচল, বিশদ, ফ্রিকোয়েন্সি ইত্যাদি সহ কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু রেল এমন কোনও পরিকল্পনা এখনও করেনি। পরিকল্পনা করলে রেলের কর্তাদের তা জানানো হবে বলে টুইটে উল্লেখ করা হয়েছে।

Previous articleকরোনা : দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী সীতারমন
Next articleকরোনা আক্রান্ত প্রতিবেশী দেশগুলিতে জীবনদায়ী ওষুধ পাঠাবে ভারত। আমেরিকাতেও যাবে হাইড্রক্সিক্লোরোকুইন, জানাল বিদেশমন্ত্রক