করোনা মোকাবিলা : ১০০ কোটি মার্কিন ডলার দান ট্যুইটারের প্রতিষ্ঠাতার

বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন অনেকেই।

এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সামাজিক মাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সিও। করোনা মোকাবিলায় ১০০ কোটি মার্কিন ডলারের কথা ঘোষণা করেছেন তিনি নিজে। তাঁর মোট সম্পত্তির ২৮ শতাংশ করোনা পরিস্থিতি মোকাবিলায় দান করার কথা ঘোষণা করেছেন জ্যাক ডর্সি। তাঁর তৈরি করা প্রতিষ্ঠান স্টার্ট স্মল ট্র্যাকিং ফাউন্ডেশনে এই অর্থ দান করা হবে বলে জানিয়েছেন। এই প্রতিষ্ঠানটি কোভিড-১৯’র প্রাদুর্ভাবে তৈরি হওয়া সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী ত্রাণ সহায়তা পরিচালনা করছে।

ডর্সি নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, “করোনা পরিস্থিতি মোকাবিলায় মোট সম্পত্তির ২৮ শতাংশ অর্থ দেওয়া হবে। এর পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার। প্রাথমিকভাবে বিশ্বে এই  মহামারি মোকাবিলায় অর্থ ব্যয় হবে। সংকট কাটিয়ে ওঠার পর বিশ্বজুড়ে মেয়েদের স্বাস্থ্য ও শিক্ষার সংশ্লিষ্ট খাতের দিকে খেয়াল রাখা হবে।”

Previous articleবিপন্নদের পাশে দুবেলা খাবার নিয়ে নগেন্দ্র মিশন
Next articleকরোনা আতঙ্ক: বাজারে গিয়ে হেনস্থার শিকার দুই মহিলা চিকিৎসক