করোনা পরিস্থিতিতেই রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

করোনা দাপটে একেই নাজেহাল রাজ্যবাসী। তার উপর আবার ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে জড়ো হওয়ার পূর্বাভাস। উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। তার সঙ্গে বঙ্গোপসাগরের পূবালী হওয়া যুক্ত হয়ে রাজ্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এই সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও দুই মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।

Previous articleকরোনা আক্রান্ত ১১ জন ভারতীয়র মৃত্যু আমেরিকায়
Next articleরেশনে কম সামগ্রী দেওয়ার অভিযোগ, উত্তেজনা হরিহরপাড়ায়