লকডাউনের শেষ দিন ১৪ এপ্রিল ছুটি ঘোষণা করলো কেন্দ্র

দেশজুড়ে চলা ২১ দিনের লকডাউনের শেষদিন ১৪ এপ্রিল, মঙ্গলবার৷ ওই দিনেই ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন ৷ এই জন্মদিন উপলক্ষে ১৪ এপ্রিল গোটা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করা হলো৷

কেন্দ্র এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে ১৪ এপ্রিল মঙ্গলবার গোটা দেশে যত কেন্দ্রীয় সরকারি অফিস, শিল্প সংস্থা রয়েছে সব ছুটি থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Negotiable Instruments Act, 1881-এর Section 25 ধারা অনুসারে এই ছুটি দেওয়া হয়েছে৷ একইসঙ্গে বলা হয়েছে, লকডাউনের মধ্যে কোভিড-১৯ মোকাবিলায় যে সব জরুরি পরিষেবা চালু রয়েছে তা বন্ধ থাকবে না ওই দিন।

Previous articleকরোনা মোকাবিলা: গান গেয়ে ত্রাণ সংগ্রহ খুদে শিল্পী দেবাঙ্কিতার
Next articleকরোনা মোকাবিলা: স্টেথো ঝুলিয়ে চিকিৎসা করছেন ‘ মিস ইংল্যান্ড ‘