গুটকা-পান মশলা নিয়ে প্রকাশ্যে থুথু ফেলা নয়? কড়া বিধি আনছে প্রশাসন

করোনার জেরে এবার পাবলিক প্লেসে পান, গুটকা বা পান মশলা খেয়ে থুতু ফেলা নিষিদ্ধ হতে চলেছে। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে করোনা মোকাবিলায় এমনই বিধি আনার জন্য সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, পান-গুটকা-পান মশলা বা সুপাড়ি চিবানোর পর অতিরিক্তর পরিমাণে লালারস সৃষ্টি করে। ফলে খুব স্বাভাবিক নিয়মেই যেখান-সেখানে থুতু ফেলার প্রবণতাও বাড়ে। এর ফলে করোনা ভাইরাসও বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে। এদিন স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশনামা সব রাজ্যে মুখ্যসচিবদের কাছে পাঠান হয়েছে। এবং তা অবিলম্বে বিধি আকারে জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleকরোনাযুদ্ধে মোদির কোর কমিটিতে বাঙালি আমলা
Next articleলন্ডনে করোনায় মৃত্যু পিপিই চাওয়া বাঙালি চিকিৎসকের