লকডাউনে শিশু মনে প্রভাব, দাম্পত্য কলহ! সমস্যার সমাধানে মনোরোগ বিশেষজ্ঞ নীলাঞ্জনা পাল

মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে চলছে মোকাবিলা। মানবজাতির কাছে এই যুদ্ধের একমাত্র হাতিয়ার লকডাউন। আবার এই লকডাউনের জেরে দৈনন্দিন জীবনে তৈরি হয়েছে নানা ধরণের সমস্যা। সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে শিশু-কিশোর মনে। আবার বেশকিছু জায়গা থে খবর আসছে দাম্পত্য কলহের। প্রভাব পড়ছে টিন এজারদের মধ্যেও।

তাহলে এই সমস্যা থেকে মুক্তির উপায় কী? আপনার সব সমস্যার সমাধান আছে। আছে মুশকিল আসানও। আর এই গোটা বিষয়টি নিয়ে বিশ্লেষণ করলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ নীলাঞ্জনা পাল।

দেখুন কী বললেন তিনি—

Previous article“চা কাকু” মৃদুলবাবুর সারাজীবন দায়িত্ব নিলেন মানবিক মিমি
Next articleওয়ার্ক ফ্রম হোম: এভাবেও টিভিতে অনুষ্ঠান করা যায়!