দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা ভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়ালেন গুগল প্রধান সুন্দর পিচাই। ‘গিভ ইন্ডিয়া’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে ৫ কোটি টাকা দান করলেন তিনি।

সুন্দর পিচাইকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছে ‘গিভ ইন্ডিয়া’। সেখানে সংগঠন উল্লেখ করেছে ভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়াতে ৫ কোটি টাকা দিয়েছেন গুগল প্রধান।

Thank you @sundarpichai for matching @Googleorg 's ₹5 crore grant to provide desperately needed cash assistance for vulnerable daily wage worker families. Please join our #COVID19 campaign: https://t.co/T9bDf1MXiv @atulsatija
— GiveIndia (@GiveIndia) April 13, 2020
করোনা মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের পাশে দাঁড়িয়েছে গুগল। ৮০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেছে। এর মধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে বিভিন্ন দেশে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাকে।
