অ্যামেচার ফুটবলারদের আর্থিক সাহায্য রোনাল্ডোর, স্বাস্থ্যকর্মীদের কাজে আপ্লুত মেসি

পর্তুগালের অ্যামেচার ফুটবলারদের আর্থিক সাহায্য করতে একদিকে এগিয়ে এলেন রোনাল্ডো। অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের কাজে প্রশংসায় পঞ্চমুখ মেসি। তাঁদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিলেন তিনি।

রোনাল্ডো জানিয়েছেন, ইউরো ২০২০ যোগ্যতামান পর্বে খেলার জন্য যা বোনাস পাবেন তার অর্ধেক অর্থ দান করে দেবেন অপেশাদার সংগঠকদের। যে সংগঠন মূলত অ্যামেচার দিকটা দেখে। পর্তুগাল জাতীয় দলের অন্য ফুটবলাররাও অর্থ দান করছেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য
৩৫ কোটি টাকা। অন্যদিকে মেসি বলেছেন, এই পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যকর্মীরা রোগীর চিকিৎসা করছেন অভুতপূর্ব। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। শুধু করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাই নয়, তাঁরা গর্ভবতী, শিশু-কিশোরদের যেভাবে আগলে রেখেছেন সেটাও একটা দৃষ্টান্ত।”

Previous articleট্রেন বন্ধ ৩ মে অবধি
Next articleবাংলা নববর্ষের প্রথমদিনে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা