বাংলা নববর্ষের প্রথমদিনে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা

বাংলা নববর্ষের প্রথমদিন অর্থাৎ আজ পয়লা বৈশাখের দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে।

এর সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। আগামীকাল অর্থাৎ বুধবার রাজ‍্যেজুড়ে বৃষ্টির পরিমাণ আর বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছেন, আজ আকাশে আংশিক মেঘ থাকবে। বেলা বাড়ার সঙ্গে আবহাওয়া পরিবর্তন হতে পারে।

Previous articleঅ্যামেচার ফুটবলারদের আর্থিক সাহায্য রোনাল্ডোর, স্বাস্থ্যকর্মীদের কাজে আপ্লুত মেসি
Next articleজাতির উদ্দেশে মোদির ভাষণকে দিশাহীন বলে কটাক্ষ অধীরের