লকডাউন: কোচবিহার নেই পয়লা বৈশাখের কোনও প্রভাব

এবার পয়লা বৈশাখের চিত্রটা সম্পূর্ণ আলাদা রাজার শহর কোচবিহারে। প্রতি বছর এইদিন সকাল হয় কোচবিহারের মদনমোহনকে পুজো দিয়ে। দূরদূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। এই বছর লকডাউন মদনমোহন বাড়ি। ভক্তরা প্রবেশ করতে পারবেন না সেখানে। নির্দেশ টাঙিয়ে দেওয়া হয়েছে দেবত্র ট্রাস্টবোর্ডের মাধ্যমে।

পাশাপাশি, গণেশ পুজো হচ্ছে একান্তে। দোকান বন্ধ করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পুজো করছেন ব্যবসায়ীরা।

পয়লা বৈশাখে ফাঁকা কোচবিহার শহর এলাকার প্রায় সমস্ত বাজারগুলিতে। সকাল সকাল বাজারে গিয়ে মাছ, মাংস ও সবজির দামে নিয়ন্ত্রণ রেখা টেনে দিয়েছিলেন কোচবিহারের এসডিও সঞ্জয় পাল। তারপরেও ক্রেতাদের দেখা নেই। এমনিতেই 11 টার পরে বন্ধ করে দিতে হবে। বাজার সেই কারণে খুব বেশি পসরা নিয়ে বসেননি ব্যবসায়ীরা। ফাঁকা মাছ বাজার। তুলনামূলক সবজি বাজারে কিছুটা ভিড় দেখা গেলেও সচেতন হয়েছে মানুষ। সকাল থেকেই পুলিশের টহলদারি চলছে। ইতিমধ্যেই অকারণে শহরে ঘুরে বেরানোর জন্য 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন সারা রাজ্যের মতো কোচবিহারেও ‘একলা বৈশাখ’।

Previous articleউলটপুরাণ! ভারতে থাকা মার্কিন নাগরিকরা করোনার ভয়ে এখন নিজেদের দেশে ফিরতে চাইছেন না
Next articleলকডাউন বৃদ্ধি : জাতির উদ্দেশে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী