গুজব সামলাতে গিয়ে পা ভাঙল ওসি-র

পঞ্জাবের পরে ফের লকডাউনে আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুরিয়া। সেখানকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ছ’জন করোনা আক্রান্ত হয়েছেন- সোমবার রাতে এই গুজব ছড়ায়। মঙ্গলবার, সকালে জামুরিয়া থানার পুলিশ কর্মীরা ওই কোয়ারেন্টাইন সেন্টারে খাবার দিতে গেলে তাঁদের বাধা দেন সেখানে থাকা বাকিরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 25 জন পুলিশ নিয়ে সেখানে যান ওসি সুব্রত ঘোষ। অভিযোগ কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকেরা দাবি জানান, করোনা আক্রান্ত বা বাইরের কাউকে সেখানে রাখা যাবে না। ওসি বলেন, এটা একেবারেই গুজব। এটাতে কান না দিতে। অভিযোগ, আচমকাই পুলিশকর্মীদের উপর লাঠি নিয়ে আক্রমণ চালান কোয়ারেন্টাইনে থাকা লোকেরা। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রমণে ওসি সুব্রত ঘোষের পা ভাঙে। পরে অন্য পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রানিগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যান। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানিয়েছেন, শুধুমাত্র গুজবের জেরেই এই অশান্তি। প্রশাসনের তরফ থেকে সবাইকে গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। তবে যে 6 জনকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আসানসোলে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের আর কোয়ারেন্টাইন সেন্টারে ফেরত নিয়ে যাওয়া যায়নি। তাঁদের আসানসোলেই রাখা হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কারও করোনা সংক্রমণ ধরা পড়েনি।

Previous articleপশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ২৩ বেড়ে হয়েছে ২১৩, বলছে স্বাস্থ্যমন্ত্রক
Next articleদেশে করোনা- আক্রান্তের সংখ্যা ১১,৪৩৯, মৃত্যু ৩৭৭ জনের