আসানসোল-হাওড়া-হুগলিতে বিশেষ নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

করোনা সংক্রমণ রুখতে ফের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সদ্য পশ্চিম বর্ধমানের জেলাশাসক পরিবর্তন করা হয়েছে। তাঁকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে। বিশেষ করে আসানসোলের চুরুলিয়ায় কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, তা দ্রুত সমাধান করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে তিনি বলেন, হাওড়াকে করোনা সংক্রমণের নিরিখে রেড জোন থেকে দ্রুত অরেঞ্জ জোনে ও পরে গ্রিন জোনে পরিণত করার জন্য ব্যবস্থা নিতে হবে। হাওড়ার উপর বিশেষ নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী।
হুগলিতে করোনা সংক্রমন আপাতত কম থাকলেও, ভূ-প্রকৃতি অনুযায়ী যে অবস্থান রয়েছে হুগলির, সে দিক থেকে দেখে সেখানেও কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হঠাৎ করে মন্দির-মসজিদ-গুরুদোয়ারা-চার্চে কেউ বাইরে থেকে ঢুকে পড়লে সেদিকে যেন পুলিশ কড়া পদক্ষেপ করে সেদিকে সুপারকে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleভারতকে আর্থিক সাহায্য আমেরিকার
Next articleসীমান্ত পেরিয়ে কেউ যেন ঢুকতে না পারে, সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ মমতার