ভারতকে আর্থিক সাহায্য আমেরিকার

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকা সরকার। সূত্রের খবর, করোনা মোকাবিলায় ভারতকে ৫.৯ মিলিয়ন ইউএসডি সাহায্য করবে আমেরিকা। যা ভারতীয় মুদ্রায় ৪৫ কোটি টাকা।

ভারতে করোনাভাইরাস রুখতে, ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এবং স্বাস্থ্য সম্পর্কিত বার্তা ছড়িয়ে দিতে এই টাকা ব্যবহার করা হবে। একইসঙ্গে করোনা পরীক্ষা খাতেও এই টাকা ব্যবহার করা যাবে।

আমেরিকা জানিয়েছে, মোট ২.৮ বিলিয়ন ইউএসডির ফান্ড তৈরি হয়েছে। যার মধ্যে ১.৪ ইউএসডি বিলিয়ন স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৯১ জনের। যা সারা বিশ্বের নিরিখে ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু।

Previous articleএসপি-ডিএমদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন
Next articleআসানসোল-হাওড়া-হুগলিতে বিশেষ নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর