খোঁজ মিলল ‘দ্বিতীয় পৃথিবী’র, কী বলছেন বিজ্ঞানীরা

খোঁজ পাওয়া গেল পৃথিবীর। মার্কিন স্পেস রিসার্চ সেন্টার নাসার দাবি, পাওয়া গিয়েছে দ্বিতীয় পৃথিবীর খোঁজ।

কেপলার স্পেস টেলিস্কোপ—এর মাধ্যমে এই গ্রহের সন্ধান পেয়েছে নাসা। পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে রয়েছে এই নতুন পৃথিবী। পৃথিবীতে যতটা সূর্যের আলো এসে পৌঁছয় তার ৭৫ শতাংশ যায় এই নতুন গ্রহে। পৃথিবী থেকে ১.০৬ গুণ বড় এই গ্রহ। মহাকাশবিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর মতোই তাপমাত্রা হবে নতুন এই গ্রহের। তাঁদের মতে, মিলতে পারে প্রাণের সন্ধান।

নাসা-য় ইন্টার্নশিপ করতে আসা ১৭ বছর বয়সী শিক্ষার্থী উলফ কুকিয়ার এই গ্রহের সন্ধান পেয়েছিল। কুকিয়ার দাবি করেছিল, দুটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট মিশনে ইন্টার্ন হিসাবে যোগ দিয়েছিল সে।

Previous articleহুগলিতে প্রথম: কানাইপুরে শুরু থার্মাল স্ক্রিনিং
Next articleলকডাউনেও কোচবিহারে ‘জমজমাট’ রবিবাসরীয় বাজার