রাজ্যের ৭ জেলায় ঠিক কী দেখতে এসেছে এই কেন্দ্রীয় দল

করোনার প্রেক্ষিতে নির্দিষ্ট কিছু কর্মসূচি নিয়েই বিশেষ বিমানে রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় দুই দল৷ এই দু’টি দল ঠিক কী কী দেখবেন এবং করবেন :

🔘 হটস্পট ঘোষিত জেলা বা এলাকায় লকডাউন বা সোশ্যাল ডিসট্যান্সিং কতদূর মানা হচ্ছে৷

🔘 পথে কত লোক বেরোচ্ছে, কীভাবে বেরোচ্ছে৷

🔘 চিকিৎসার সুযোগ কতখানি মিলছে৷

🔘 ওষুধ ও অত্যাবশকীয় পণ্য কতখানি মিলছে৷

🔘 হাসপাতালগুলির হাল কেমন ৷

🔘 ৭ জেলায় কত সংখ্যক নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে৷ জনসংখ্যার অনুপাতে নমুনা সংগ্রহ কতখানি৷

🔘 পরীক্ষায় পজিটিভ এসেছেন কতজন৷ শতাংশের হিসাবে কত৷

🔘 কিট সরবরাহ কোন অরস্থায় রয়েছে৷

🔘 করোনা-হাসপাতালে PPE, মাস্ক, গ্লাভস ইত্যাদির যোগান কতখানি৷

🔘 ত্রাণশিবির কেমন চলছে৷

কেন্দ্রের এই দুই দলের ঘুরে দেখার কথা ৭ জেলা৷ জেলাগুলি হলো :-

◾ কলকাতা

◾ হাওড়া

◾ উত্তর ২৪ পরগণা

◾ পূর্ব মেদিনীপুর

◾ দার্জ্জিলিং

◾ জলপাইগুড়ি

◾ কালিম্পং

Previous articleকেন্দ্রীয় দল রাজ্যে ঘুরতে পারবে না, মুখ্যসচিবের তেমনই ইঙ্গিত
Next articleকেন্দ্রীয় দল আশা নিয়ে রাজনৈতিক মহলে চাপান-উতোর