জলপথে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি মালদহ জেলা পুলিশের

জলপথে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর মালদহ জেলা পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া নির্দেশ মতো নদীপথে লাগাতার নজরদারির কাজ চালানো হচ্ছে।

মালদার আন্তঃরাজ্য সীমানায় অন্যতম মানিকচকের গঙ্গা। ঝাড়খণ্ড থেকে এই নদী পার করে অনায়াসে মালদায় প্রবেশ সম্ভব। তবে লকডাউন পরিস্থিতিতে আন্তঃরাজ্য পারাপার পুরোপুরি বন্ধ। এই অবস্থায় ভিনরাজ্য থেকে কেউ প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রাখতে নজরদারি চালানো হচ্ছে। শুক্রবার, পুলিশ কর্তারা এই বাংলা-ঝাড়খণ্ড সীমানায় গঙ্গায় লঞ্চের মাধ্যমে টহল চালাচ্ছে পুলিশ। নদীতে চলা ছোট নৌকাগুলিতে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন মানিকচক থানার পুলিশের তরফে করা অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ, মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী সহ পুলিশকর্মীরা।
পাশাপাশি এদিন ঝাড়খণ্ডের রাজমহল থানার পুলিশের সঙ্গে নদীপথে নজরদারির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Previous articleকেন্দ্রীয় টিম ফের বেরোবে? স্নায়ুযুদ্ধ তুঙ্গে
Next articleকেন্দ্রীয় টিম হাওড়ায়