লকডাউনের জের, কর্মী ছাঁটাই দক্ষিণ-পূর্ব রেলের

লকডাউনের জেরে কর্মী ছাঁটাই করল রেল। দক্ষিণ-পূর্ব রেলের কলকাতা সদর দফতরের একাধিক কর্মীকে ছাঁটাই এর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রাথমিকভাবে ৯১ জন নন-গেজেটেড ও দু’জন গেজেটেড কর্মীকে ছাঁটাই করা হবে।

জানা গিয়েছে, দুই গেজেটেড কর্মী অপারেশন বিভাগে কর্মরত। এঁদের মধ্যে গার্ডেনরিচে অন্যজন খড়গপুরে কর্মরত। ছাঁটাই হওয়া কর্মীদের প্রত্যেকেই অবসরপ্রাপ্ত হওয়ার পর তাঁদের ফের নিয়োগ করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, বর্তমানে কাজের চাপ নেই। ৬০ বছরের উপর বয়স হওয়ায় তাঁদের আর রাখা যাবে না। তবে রেলের অন্য কোনও বিভাগ এখনো ছাঁটাই শুরু করেনি। পূর্ব রেলে প্রায় দেড় হাজার নন-গেজেটেড কর্মী ও কিছু সংখ্যক গেজেটেড কর্মী রয়েছেন।

Previous articleহালিশহরে বোমা বিস্ফোরণ! আহত তিন শিশু
Next articleকেন্দ্রীয় টিম ফের বেরোবে? স্নায়ুযুদ্ধ তুঙ্গে