দিল্লি আইআইটির সস্তার কিট আবিষ্কার, চাইলেই তৈরি শুরু

এই অল্প সময়ে অসাধ্য সাধন করল আইআইটি দিল্লির গবেষকরা। করোনার হামলার মাঝে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করে ফেললেন কিট। ইতিমধ্যে আইসিএমআর এই কিটকে অনুমোদন করেছে। প্রাথমিকবভাবে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ থেকে আনা কিটের চাইতে দেশীয় এই কিট অনেক সস্তা হবে। দিল্লি আইআইটির অধ্যাপক বিশ্বজিৎ কুণ্ডু জানাচ্ছেন, একেবারে অন্য উপায়ে তৈরি এই কিট। আর ফলাফলও দেবে একেবারে নির্ভুল। ভাইরাসের প্রকৃতি যথাযথ জানা সম্ভব এই কিটে। এক সপ্তাহে ২০-৪০ হাজার কিট তৈরি সম্ভব। তৈরি করার কাঁচামালও তাঁদের প্রস্তুত রয়েছে। আইসিএমআর চাইলে কিট তৈরি শুরু করতে পারেন বিশেষজ্ঞরা।

Previous articleরাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ২০
Next articleটেস্ট আর কঠোর লকডাউনেই করোনা মোকাবিলায় এগিয়ে জার্মানি