মনের কথায় কী বললেন মোদি?

এখন সবার সম্মিলিত লড়াই। কেন্দ্র-রাজ্য ঐক্যবদ্ধ লড়াই।

ভবিষ্যতে করোনা নিয়ে লেখা হলে ভারতের লড়াইয়ের কথাও লেখা থাকবে।

দেশের গরিবদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ছে। ব্যাঙ্ককর্মীরা দিনরাত কাজ করছেন।

করোনা মোকাবিলায় দেশবাসী সংকল্পের শক্তি দেখিয়েছেন। কেউ পিএম ফান্ডে দান করছেন, কেউ ফসল দান করছেন, কেউ মাস্ক তৈরি করছেন। ভারতের সম্মিলিত লড়াইয়ের শক্তিকে তারিফ করছে গোটা বিশ্ব।

আমাদের মন-ভাবনা অক্ষয় হোক। আমাদের কৃষকরাই নিরলস পরিশ্রম করে দেশবাসীর জন্য অক্ষয় অন্ন ভাণ্ডার তৈরি করছেন। অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে অক্ষয় সংকল্প নেওয়ার সময়।

রমজানের সংযম, সদ্ভাবনা, সেবার মনোভাব নিয়ে এই লড়াইয়ে শামিল হতে হবে।

লকডাউনের নিয়ম মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার করে, সতর্ক থেকে এই বিশ্ব মহামারিকে পরাস্ত করতে হবে।

Previous article‘মন কি বাত’ – প্রধানমন্ত্রী যা যা বললেন LIVE
Next articleভুলেও এখন সেলুনে যাবেন না, চুল-দাড়ি কাটতে গিয়ে একসঙ্গে করোনায় আক্রান্ত ৬