কর্মক্ষেত্রে যে নির্দেশ মেনে চলতে হবে…

১. যে কোনও কর্মক্ষেত্রেই যেখানে কাজ হবে সেখানে সকলকে মাস্ক পড়তে হবে। অফিসের স্টকে রাখতে হবে আরও মাস্ক

২. অফিসে সামাজিক দূরত্ব রাখতে হবে

৩. একসঙ্গে যাতে অফিসে বহু কর্মী একত্র না হন, তারজন্য একটি সিফটের সঙ্গে অন্য শিফটের মধ্যে ফারাক রাখতে হবে। লাঞ্চ ব্রেকও একসঙ্গে করা যাবে না

৪. অফিসে থার্মাল স্ক্যানিং, হাত ধোওয়া, স্যানিটাইজার রাখতে হবে। সেন্সর লাগানো কল আর দরজা থাকলে ভাল।

৫. অফিসের যে সমস্ত জিনিসে প্রত্যেকে হাত দেন, সেগুলি কিছুক্ষণ পর পর স্যানিটাইজড করতে হবে

৬. ৬৫ বছরের ঊর্ধ্বে, সন্তানসম্ভবা মহিলা, আর ১০ বছরের কম বয়সীরা বাড়ির বাইরে বেরোবেন না। গুরুত্বপূর্ণ মিটিং বা চিকিৎসা সংক্রান্ত বিষয় অবশ্য ব্যতিক্রম।

৭. সরকারি বা বেসরকারি প্রত্যেক কর্মী আরোগ্য অ্যাপ ব্যবহার করবেন

৮. বড় মিটিং করা যাবে না

৯. কোভিড হাসপাতালের তালিকা অফিসে রাখতে হবে

Previous articleশিশু মনের ক্যানভাসে করোনাসুর বধ! পৌঁছে যাবে ভিন দেশে
Next articleতৃতীয় দফার লকডাউনে নাগরিক সুরক্ষায় জোর