Thursday, December 11, 2025

“চোর, পাতাখোর”- ফের অনুব্রতর নিশানায় বিরোধীরা

Date:

Share post:

রেশনের চাল নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজ্য রাজনীতি। এবার এই বিষয় নিয়ে ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। জলপাইগুড়ির বানারহাট বিজেপির দলীয় কার্যালয় থেকে এফসিআই-এর চাল উদ্ধার হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতাদের “চোর, পাতাখোর” বলে কটাক্ষ করেন।

সম্প্রতি বানারহাট বিজেপির দলীয় কার্যালয় থেকে রাজ্যের মানুষের রেশন দেওয়ার জন্য বরাদ্দ কেন্দ্র সরকারের চাল উদ্ধার হয়েছে বলে অভিযোগ করেন অনুব্রত মণ্ডল। রাজ্য বিজেপি নেতারা রেশন ব্যবস্থায় দুর্নীতি নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন এবং প্রশাসনের বিভিন্ন মহলে দরবারে করেছেন। সম্প্রতি বীরভূমের দুবরাজপুর এলাকায় একটি অটো থেকে কয়েক বস্তা এফসিআই এর চাল আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়ি থেকে কোনও এক অঞ্চল সভাপতির বাড়িতে দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেটা যদি হয় সরকারি চাল হয়, কীভাবে তৃণমূলের দলীয় নেতৃত্বের কাছে পৌঁছল সে নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। তৃণমূলের তরফে জানানো হয়েছিল, সরকারি চাল নয় বাজার থেকে বস্তা কিনে চাল প্যাকেট বন্দি করে দুঃস্থদের মধ্যে বিলি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

ওই ঘটনার পর জেলা বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হোন। তার পাল্টা হিসেবে অনুব্রত মণ্ডল উত্তরবঙ্গের বিজেপির দলীয় কার্যালয় থেকে রেশনের চাল উদ্ধারকে রাজনৈতিক হাতিয়ার করেন।

spot_img

Related articles

বিয়ে ভাঙ্গার পর জনসমক্ষে স্মৃতি, জানালেন ‘প্রকৃত ভালবাসা’র কথা

বিশ্বকাপ জয়ের পর থেকে যেন ঝড় বয়ে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)...

আজ সারদা মায়ের ১৭৩-তম জন্মতিথি পুজো, ভোর থেকে ভক্তদের ঢল বেলুড়মঠ-বাগবাজার-জয়রামবাটিতে

জীবনে ভালো থাকতে চাইলে অন্যের দোষ দেখতে নেই। সকলের প্রতি সমান ভালবাসাতেই ঈশ্বর লাভের পথ দেখিয়েছিলেন যিনি, আজ...

কোচবিহারের পর আজ কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী, জননেত্রীর কথা শোনার অপেক্ষায় নদিয়ার তৃণমূল কর্মী -সমর্থকরা

কোচবিহারের পর এবার কৃষ্ণনগর। ফের এসআইআর-প্রতিবাদ সভায় ঝড় তুলবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সভা উপলক্ষে কৃষ্ণনগর...

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...