Thursday, May 15, 2025

“চোর, পাতাখোর”- ফের অনুব্রতর নিশানায় বিরোধীরা

Date:

Share post:

রেশনের চাল নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজ্য রাজনীতি। এবার এই বিষয় নিয়ে ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। জলপাইগুড়ির বানারহাট বিজেপির দলীয় কার্যালয় থেকে এফসিআই-এর চাল উদ্ধার হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতাদের “চোর, পাতাখোর” বলে কটাক্ষ করেন।

সম্প্রতি বানারহাট বিজেপির দলীয় কার্যালয় থেকে রাজ্যের মানুষের রেশন দেওয়ার জন্য বরাদ্দ কেন্দ্র সরকারের চাল উদ্ধার হয়েছে বলে অভিযোগ করেন অনুব্রত মণ্ডল। রাজ্য বিজেপি নেতারা রেশন ব্যবস্থায় দুর্নীতি নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন এবং প্রশাসনের বিভিন্ন মহলে দরবারে করেছেন। সম্প্রতি বীরভূমের দুবরাজপুর এলাকায় একটি অটো থেকে কয়েক বস্তা এফসিআই এর চাল আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়ি থেকে কোনও এক অঞ্চল সভাপতির বাড়িতে দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেটা যদি হয় সরকারি চাল হয়, কীভাবে তৃণমূলের দলীয় নেতৃত্বের কাছে পৌঁছল সে নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। তৃণমূলের তরফে জানানো হয়েছিল, সরকারি চাল নয় বাজার থেকে বস্তা কিনে চাল প্যাকেট বন্দি করে দুঃস্থদের মধ্যে বিলি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

ওই ঘটনার পর জেলা বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হোন। তার পাল্টা হিসেবে অনুব্রত মণ্ডল উত্তরবঙ্গের বিজেপির দলীয় কার্যালয় থেকে রেশনের চাল উদ্ধারকে রাজনৈতিক হাতিয়ার করেন।

spot_img

Related articles

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের...

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...