সুপ্রিম কোর্টে জামিন পেলেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত রমেশ গান্ধী

সারদা-কাণ্ডে গ্রেফতার হয়ে প্রায় ৪ বছর কারান্তরালে থাকা রমেশ গান্ধী অবশেষে জামিন পেলেন৷ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি নরিম্যানের ডিভিশন বেঞ্চ একাধিক শর্তে রমেশ গান্ধীর জামিনের আর্জি মঞ্জুর করেছেন৷

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত রমেশ গান্ধীকে বছর চারেক আগে সারদা মামলায় CBI গ্রেপ্তার করে৷ রমেশ গান্ধী এক সময়ে কলকাতায় একাধিক সংবাদমাধ্যমের মালিক ছিলেন। সারদার মিডিয়া ব্যবসায় বড় ভূমিকা নেওয়ার নামে রমেশ গান্ধী বহু টাকা অন্যত্র সরিয়ে ফেলেন বলে CBI-এর অভিযোগ।

Previous articleলকডাউন ভেঙে মদের দোকানে লম্বা লাইন! তবে হতাশ হয়েই বাড়ি ফিরলেন সুরা প্রেমীরা
Next articleনির্দেশ সত্বেও খোলেনি জুটমিল, রিষড়ায় শ্রমিক বিক্ষোভ