দিলীপের দাবি, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে রাজ্য

পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য রাজনীতি করছে। ফের অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বললেন, আগে একবারের জন্য ভাবেনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে। এখন চারিদিক থেকে চাপ খেয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। রেল তো শ্রমিকদের ভাড়ার ৮৫% দেবে জানিয়ে দিয়েছে। বাকি ১৫% রাজ্য দিতে পারবে না! ক্লাবের জন্য লক্ষ লক্ষ টাকা। খয়রাতি করে চলেছে রাজ্য, আর শ্রমিকদের ফেরাতে কেন কান্নাকাটি? দিলীপের দাবি, তাঁর কাছে কম করে লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের নাম, নম্বর কোথায় আটকে রয়েছে তার তথ্য রয়েছে। সেগুলি সংশ্লিষ্ট রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Previous articleপ্রকাশ্যে থুতু ফেললেই হতে পারে জেল, নগরপালের সতর্ক বার্তা
Next articleকরোনা আক্রান্তের সন্ধান, রাজপুর সোনারপুর জুড়ে আতঙ্ক