কলকাতা পুরসভায় প্রশাসক মণ্ডলী নিয়োগ নিয়ে মামলা হাইকোর্টে

কলকাতা পুরসভায় প্রশাসক মণ্ডলী নিয়োগের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার মামলা হলো কলকাতা হাইকোর্টে৷ শরদ কুমার সিং নামে জনৈক এই মামলা করেছেন৷ আদালতে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষে একতরফা সিদ্ধান্ত নিয়ে পুর- কাজকর্ম পরিচালনার জন্য প্রশাসক মণ্ডলী নিয়োগ করা হয়েছে৷ রাজ্য সরকারের তরফে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ৬ মে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুরসভার কাজ পরিচালনার জন্য ১৪ সদস্যের প্রশাসকমণ্ডলী ঘোষনা করেছে৷ এই ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’- এর চেয়ারপার্সন হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষনা করেছে রাজ্যের পুর দফতর৷ প্রসঙ্গত, রাজ্যের পুরমন্ত্রীও ফিরহাদ হাকিম৷ ওই মন্ত্রী কার্যত নিজের পদের অপব্যবহার করে, নিজের দফতরকে ব্যবহার করে,

কলকাতা পুরসভার
বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’- এর চেয়ারপার্সন হিসাবে নিজেই নিজের নাম ঘোষনা করেছেন৷ এই ধরনের কর্মপদ্ধতি অসাংবিধানিক৷ এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’ অবৈধভাবে গঠন করা হয়েছে৷ সংশ্লিষ্ট আইনে এমন কোনও সংস্থানই নেই৷ আবেদনকারীর আর্জি, অবিলম্বে এই আইনবহির্ভূত ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’-এর ঘোষনা খারিজ করা হোক৷ পুর আইনে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করার কথা বলা নেই৷ এই মামলার শুনানি কবে হবে, তা এখনও জানা যায়নি৷

Previous articleফুটপাতবাসীদের খাদ্যদ্রব্য বিতরণে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম
Next articleহিমাচলে আটকে পড়েছে ‘গোপাল ভাঁড়’