রাজ্যে মুখ্যসচিব পদে কি বদল হতে পারে?

রাজ্যে মুখ্যসচিব পদে বদলের ইঙ্গিত মিলছে। তবে এটি কোনো নিশ্চিত খবর নয়। একটি প্রবল ইঙ্গিতমাত্র। নবান্ন সূত্রে খবর, রাজীব সিনহা নাকি মুখ্যসচিব হিসেবে কাজ চালাতে চাইছেন না। তাঁর ঘনিষ্ঠমহলের খবর, করোনা পরিস্থিতিতে বেশ কিছু ঘটনায় সমালোচিত হয়ে তিনি সরে দাঁড়াতে চান। তবে এই মুহূর্তে রদবদল হলে সেটা সরকারের অস্বস্তির কারণ হতে পারে বলে স্থিতাবস্থা বহাল রাখার চেষ্টা হচ্ছে। আইএএস মহল সূত্রে জানা যাচ্ছে রাজীব সিনহা কিছু কারণে সব ঘটনার দায় নিজের উপর আসায় অসন্তুষ্ট। কেন্দ্র ও রাজ্যপাল যেভাবে তাঁকে টার্গেট করে পরের পর কামান দাগছেন, তাতে তিনি তিতিবিরক্তও বটে। তিনি যদি সরে যেতে জেদ করে থাকেন, তাহলে পরবর্তী মুখ্যসচিব হতে পারেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে স্বরাষ্ট্রসচিব কে হবেন, তা নিয়েও জল্পনা। একটি বিতর্কিত নাম ঘুরছে। তবে, অন্য একটি সূত্র বলছে এসব নেহাতই জল্পনা। কোথাও কোনো বদল হচ্ছে না। একটি ইঙ্গিত মাথাচাড়া দিলেও তা আবার সামলে নেওয়া গেছে। এখন কাজের সময় নানা মহল থেকে উত্যক্ত করার প্ররোচনা থাকলেও এখন নবান্ন একজোট হয়ে কাজ করতে বদ্ধপরিকর।

Previous articleকলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে বেআইনি আখ্যা দিয়ে ভেঙে ফেলার দাবি সোমেনের
Next articleরবীন্দ্রজয়ন্তী স্পেশাল, প্রতি ঘণ্টায় রঞ্জন, পর্ব-অষ্টম