আটকে থাকা শ্রমিকদের রাজ্যে ফেরানোর দাবিতে হাইকোর্টে মামলা

লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার শ্রমিকদের ফেরানোর দাবিতে এবার মামলা হলো৷ সূত্রের খবর, এই আর্জির ভিত্তিতে বাম শ্রমিক সংগঠন CITU হাইকোর্টে মামলা করছে৷

ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদনের পাশাপাশি এ রাজ্যে লকডাউনের ফলে বন্ধ থাকা সংস্থার শ্রমিকদের বেতন বা মজুরি বন্ধ করা বা কেটে নেওয়ার একাধিক অভিযোগও পেশ করে, এ ব্যাপারেও আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়েছে৷ হলফনামায় বলা হয়েছে,এ রাজ্যের কয়েক হাজার শ্রমিক ভিন রাজ্যে লক ডাউনের জেরে আটকে পড়েছে৷ তাদের বিনা খরচে ফেরত আনা তাদের খাবার, স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে৷ এবং বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ কার্যকর করে লকডাউনের জেরে সব শিল্প বন্ধ আছে৷ ফলে শ্রমিকদের অবস্থা শোচনীয়। আর তাই সব শ্রমিকদের পুরো মজুরি দিতে হবে৷ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা আছে৷

Previous articleআর ১৪ দিন নয়, মেয়াদ বাড়ল হোম আইসোলেশনের
Next articleসোশ্যাল মিডিয়ায় সেলেবদের মাতৃদিবস উদযাপন