বাড়ি ফিরতে চেয়ে ফের পথেই মৃত্যু পরিযায়ী শ্রমিকদের, আহত বহু

প্রতীকী ছবি

ফের বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিকেরা। বৃহস্পতিবার ভোর ৩ টে নাগাদ মধ্যপ্রদেশের গুনাতে বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হয় ৮ পরিযায়ী শ্রমিকের; আহত কমপক্ষে ৫৪জন। প্রশাসন সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে ট্রাকে উত্তরপ্রদেশে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকেরা। ৭০ জন ছিলেন ট্রাকটিতে।

অপর একটি দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মুজাফফর নগরে। ৬ পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে সরকারি বাস চলে যায় বলে অভিযোগ। ঘটনায় আহত হন আরও দুজন। বুধবার, রাত ১১টা নাগাদ পঞ্জাব থেকে হাঁটা পথে বিহারের ফিরছিলেন পরিযায়ী শ্রমিকেরা। হাইওয়ের অপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের বিষয়ে বলে অনুমান। বাসের চালক পলাতক।
লকডাউন ঘোষণা হওয়ার পরে কাজ হারিয়ে সমস্যায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। দফায় দফায় লকডাউন বাড়ার ফলে বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকেরা। এই পরিস্থিতিতে রীতিমতো জীবন হাতে করে যাতায়াতের চেষ্টা করছেন তাঁরা। আর তাতেই একের পর এক ঘটছে দুর্ঘটনা।

Previous articleলকডাউনে শুনশান রসিকবিল, মাথায় হাত ব্যবসায়ীদের
Next articleকরোনাভাইরাস থেকে সম্ভবত কোনওদিনই মুক্তি পাওয়া যাবে না, সতর্ক করল হু