কৃষক ও পরিযায়ীদের জন্য কত টাকা বরাদ্দ, হিসাব দিলেন অর্থমন্ত্রী

কৃষকদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলনে জানালেন, মার্চ- এপ্রিল এর মধ্যে কৃষি খাতে ৬৩ লক্ষ ঋণ মঞ্জুর হয়েছে। প্রায় ৮৬,৬০০ কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে। নাবার্ডের পক্ষ থেকে গ্রামীন কো অপারেটিভ ব্যাঙ্ককে ২৯,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে দেওয়া হয়েছে ১১ হাজার কোটি টাকা। মূলত পরিযায়ীদের জন্যই ১১হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ১২ হাজার সেল্ফ হেল্প গ্রুপ ৩ কোটি মাস্ক তৈরি করেছে। ১.২০ লক্ষ লিটার স্যানিটাইজার তৈরি করেছে। যাতে ১৩ মে অবধি ১৪. ২০ কোটি কর্মদিবস তৈরি হয়েছে। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে এই টাকা দেওয়া হয়েছে। এসডিআরএফে ১১হাজার কোটি টাকা বরাদ্দ। পরিযায়ীদের দিনে তিনবার খাওয়া ও থাকার জন্য এই টাকা দেওয়া হয়েছে।

Previous articleBREAKING: সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু ট্যাক্সি পরিষেবা, নামছে ২২ হাজার গাড়ি
Next articleপরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ