বাংলা ছুঁয়ে সিকিম ফিরলেন ভিন রাজ্যে আটকে পড়া বাসিন্দারা

চেন্নাইতে আটকে থাকা বাসিন্দাদের ফিরিয়ে আনল সিকিম সরকার। বৃহস্পতিবার চেন্নাই-মণিপুর (ভৈরবী) এসি স্পেশাল ট্রেনে ১৫২ জন ফিরলেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাঁদের সিকিমে নিয়ে হয়। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছতেই তাঁদের মালপত্র স্যানিটাইজ করা হয়। থার্মাল স্ক্রিনিং করা হয় যাত্রীদের। এদিকে তাঁদের নিয়ে যাওয়ার জন্য সিকিম সরকার বাসের ব্যবস্থা করে। লকডাউনে আটকে থাকার পর বাড়ি ফিরতে পেরে বেজায় খুশি বাসিন্দারা। সিকিমের নোডাল অফিসার ভুপ্রেন্দ্র ছেত্রী জানান, সেই রাজ্যের বেশ কিছু পড়ুয়া চেন্নাইতে আটকে ছিলেন। এছাড়া অনেকে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েন, তাঁদের ফেরানো হল। সিকিমে যাত্রীদেরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর সকলকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

Previous articleশেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ৮৭, মৃত ৮
Next article২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে সংক্রমিত ৮৭ ও মৃত ৮, ফলে রাজ্যে এখন করোনাযুক্ত মৃত্যুর সংখ্যা ২১৫, সরাসরি করোনা সংক্রমণের কারণেই মারা গিয়েছেন ১৪৩ জন, বাকি ৭২ জনের করোনা সংক্রমণের সঙ্গে ছিল কো-মরবিডিটি, মোট আক্রান্ত ২৩৭৭